হামলার পর এবার নুরদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের মামলা
হামলা চালিয়ে আহত করার পর এবার ডাকসুর ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।
মামলাকারী ডি এম সাব্বির হোসেন মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন তিনি।
ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার এস এম শামীম দ্য ডেইলি স্টারকে বলেন, শাহবাগ থানায় হওয়া এই মামলায় নুরসহ নাম উল্লেখ করে ২৯ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, নুর ও তার সঙ্গে থাকা ২০-২৫ জন সহযোগী ধারালো অস্ত্র নিয়ে মঞ্চের নেতাকর্মীদের হত্যার উদ্দেশে হামলা চালায়। হামলায় সাব্বির ও আরও সাত জন আহত হন।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, গত রাতে সাব্বির থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেন। সেটিকে আজ বিকেলে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুল হকের কক্ষে ঢুকে হামলা চালান মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। হামলায় নুর ও তার সঙ্গে থাকা ২৭ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহতও রয়েছেন কয়েকজন।
Comments