কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ১৪
মধ্য-এশীয় দেশ কাজাখস্তানে বেক এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
আজ (২৭ ডিসেম্বর) সকালে ৯৫ জন যাত্রী ও পাঁচ ক্রু সদস্য নিয়ে উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পর দেশটির আলমাতি শহরের কাছে বিধ্বস্ত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফকার ১০০ উড়োজাহাজটি দেশটির রাজধানী শহর নূর সুলতানে যাচ্ছিলো।
এক বার্তায় কাজাখস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি উড্ডয়নের সময় এর নির্ধারিত উচ্চতা ধরে রাখতে ব্যর্থ হয়। এটি একটি দেয়ালে গিয়ে আছড়ে পড়ে।
আলমাতি শহরের মেয়রের কার্যালয় থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।
কাজাখ রাষ্ট্রপতি কাশেম-জোমারত তোকায়েভ এক টুইটার বার্তায় বলেন, “এই দুর্ঘটনার জন্যে যারা দায়ী তাদেরকে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে।”
Comments