অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের পর চাপে নিউজিল্যান্ড

australia vs new zealand
ছবি: এএফপি

স্টিভেন স্মিথ আশা জাগালেও সেঞ্চুরি তুলে নিতে পারেননি। তবে ট্রাভিস হেড ঠিকই পারলেন। সাদা পোশাকে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর পথে অধিনায়ক টিম পেইনকে নিয়ে তিনি গড়লেন দারুণ এক জুটি। তাতে অস্ট্রেলিয়া চড়ল রানের পাহাড়ে। এরপর দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছে নিউজিল্যান্ড।

শুক্রবার (২৭ ডিসেম্বর) মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার চেয়ে ৪২৩ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ২ উইকেটে ৪৪ রান। ক্রিজে আছেন টম লাথাম ৯ ও রস টেইলর ২ রানে।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই টম ব্লান্ডেলের উইকেট হারায় কিউইরা। ১৫ রান করে প্যাট কামিন্সের বলে উইকেটরক্ষক পেইনের হাতে ক্যাচ দেন তিনি। এরপর অজিরা পায় বিশাল সাফল্য। জেমস প্যাটিনসন ফিরিয়ে দেন নিউজিল্যান্ড দলনেতা কেন উইলিয়ামসনকে। ৯ রান করা এই তারকা ব্যাটসম্যানের ক্যাচটিও নেন পেইন।

আগের দিনের ৪ উইকেটে ২৫৭ রান নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। হেডের সেঞ্চুরি ও পেইনের হাফসেঞ্চুরিতে তাদের প্রথম ইনিংস থামে ৪৬৭ রানে।

স্মিথ শুরু থেকে দেখেশুনে খেললেও কুপোকাত হন নিল ওয়াগনারের বাউন্সারে। আগের দিনের স্কোরের সঙ্গে আর মাত্র ৮ রান যোগ করে আউট হন তিনি। স্মিথের ২৪২ বলে ৮৫ রানের ইনিংসে ছিল ৮ চার ও ১ ছক্কা। এরপর ষষ্ঠ উইকেটে হেড ও পেইন গড়েন ১৫০ রানের বিশাল জুটি। তাতে অজিদের সংগ্রহ পেরিয়ে যায় চারশ।

বাঁহাতি পেসার ওয়াগনার পেইনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলার পর অস্ট্রেলিয়া আর বেশি দূর এগোতে পারেনি। তাদের শেষ ৫ উইকেটের পতন হয় মাত্র ৩৩ রানে।

পেইন ১৩৮ বলে ৯ চারে করেন ৭৯ রান। হেডের ব্যাট থেকে আসে ১১৪ রান। ২৩৪ বলের ইনিংসে ১২ চার মারেন তিনি। তাকেও বিদায় করেন ওয়াগনার। এর আগে-পরে ৩ উইকেট নেন টিম সাউদি।

ওয়াগনার ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার। তার খরচা ৮৩ রান। সাউদি ১০৩ রানে পান ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: (আগের দিন ২৫৭/৪) ১৫৫.১ ওভারে ৪৬৭ (স্মিথ ৮৫, হেড ১১৪, পেইন ৭৯, স্টার্ক ১, প্যাটিনসন ১৪*, কামিন্স ০, লায়ন ১; বোল্ট ১/৯১, সাউদি ৩/১০৩, গ্র্যান্ডহোম ২/৬৮, ওয়াগনার ৪/৮৩, স্যান্টনার ০/৮২, ব্লান্ডেল ০/১৩)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৮ ওভারে ৪৪/২ (লাথাম ৯*, ব্লান্ডেল ১৫, উইলিয়ামসন ৯, টেইলর ২*; স্টার্ক ০/১৮, কামিন্স ১/৮, প্যাটিনসন ১/৯, লায়ন ০/২)।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago