সংসদ সদস্য ইউনুস আলী আর নেই
গাইবান্ধা-৩ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ইউনুস আলী সরকার আজ (২৭ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি দীর্ঘসময় ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।
আওয়ামী লীগের সূত্র জানায়, ইউনুস আলী সরকার অসুস্থতার কারণে প্রায় ৫ মাস আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।
২০১৪ সালের সাধারণ নির্বাচনে গাইবান্ধার সাদুল্ল্যাপুর-পলাশবাড়ি আসনের সংসদ সদস্য হিসেবে তিনি প্রথমবারের মতো নির্বাচিত হন।
ইউনুস আলী সরকারের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
Comments