জাপার ‘চিফ প্যাট্রন’ রওশন, জি এম কাদেরের হাতে সর্বোচ্চ ক্ষমতা
জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো–চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে দলের প্রধান পৃষ্ঠপোষক (চিফ প্যাট্রন) পদ দেওয়া হচ্ছে। তবে চেয়ারম্যান পদে জি এম কাদেরই বহাল থাকছেন।
এছাড়াও, অতিরিক্ত সচিবের আটটি এবং কো-চেয়ারম্যানের সাতটি নতুন পদ সৃষ্টির মাধ্যমে জাতীয় পার্টির গঠনতন্ত্রেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানানো হয়েছে।
জাতীয় পার্টির নবম কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামীকাল। এর আগে, আজ (২৭ ডিসেম্বর) রাজধানীর বনানীতে জাপার প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক শেষে দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের এসব কথা জানান।
রাঙ্গা বলেন, “হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ এখনও জীবিত, তাই তিনি যতোদিন জীবিত রয়েছেন, তিনি চিফ প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করবেন। দলে ওনার সম্মান থাকবে সর্বোচ্চ।”
তিনি বলেন, “তবে চেয়ারম্যানের কাছে দলের সর্বোচ্চ ক্ষমতা থাকবে। যতো মিটিং হবে, তা তিনি প্রিসাইড করবেন।”
এসময় জাপা মহাসচিব আরও বলেন, “দলের চেয়ারম্যানও জানিয়েছেন, সব ক্ষেত্রেই রওশন এরশাদের অবস্থান দলের চেয়ারম্যানের ঊর্ধ্বে থাকবে।”
Comments