পোড়া বস্তিতে পৌষের শীতে
মিরপুরের বাউনিয়াবাঁধ পোড়া বস্তিতে ছাইয়ের কালি মাখানো হাত পা নিয়ে বসে থাকা এই নারীর নাম জেবুন নেসা। আগুনের হাত থেকে মূল্যবান কিছু রক্ষা করতে না পারলেও শীতের কিছু কাপড় নিয়ে আরও অনেকের সঙ্গে আনন্দ নিকেতন মডেল স্কুলের প্রাঙ্গণে এসে আশ্রয় নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার মধ্যরাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ছাই হয়ে যায় ৮৭টি ঘর ও ১৭টি দোকান। বিভিন্ন জেলা থেকে আসা বস্তির বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, একটু উন্নত জীবনের আশায় ঢাকায় এসে বস্তিতে উঠেছিলেন তারা। কেউ সিটি করপোরেশনের আবর্জনার ভ্যান ঠেলেন, রিকশার মেকানিকের কাজ করেন, কেউ কাজ করেন ভাঙ্গারির দোকানে। মেয়েরা গৃহকর্মীর কাজ করতেন বিভিন্ন এলাকায় গিয়ে।
পৌষের শীতে এই বস্তির অন্তত ৩৫০ জন এখন গৃহহীন।
Comments