বাড্ডায় কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ঢাকার র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতের দিকে বাড্ডার সাঁতারকুল এলাকায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানের সময় এই বন্দুকযুদ্ধ হয় বলে আইন প্রয়োগকারী সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে।
gunfight logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতের দিকে বাড্ডার সাঁতারকুল এলাকায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানের সময় এই বন্দুকযুদ্ধ হয় বলে আইন প্রয়োগকারী সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে।

র‍্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, নিহত রনি মিয়া (৩২) ভাটারা এলাকায় মাদক সরবরাহে জড়িত ছিলেন। রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে এ সংক্রান্ত ১৮টি মামলা ছিল।

তিনি বলেন, “মাদক ব্যবসায়ীরা চালান লেনদেনের জন্য একত্রিত হয়েছেন-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত পৌনে একটার দিকে সাঁতারকুল এলাকায় অভিযান চালায় র‍্যাব-১ এর একটি দল। উপস্থিতি টের পেয়ে ‘অপরাধীরা’ র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‍্যাব পাল্টা গুলি ছুড়লে রনির গায়ে গুলি লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও বলেন, “সেখান থেকে দুটি শটগান, দুটি ওয়ান শুটার গান, নয়টি কার্ট্রিজ ও বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে ঘটনাস্থলে।”

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

24m ago