কুমিল্লায় ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে রেল চলাচল বন্ধ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
আজ (২৯ ডিসেম্বর) ভোররাত পৌনে দুইটায় এ দুর্ঘটনা হয়। এর কারণে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
দুর্ঘটনার কারণে আন্তঃনগর তুর্ণা নিশীথা, চট্টগ্রাম মেইল, উদয়ন এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস (১১ আপ) ট্রেনটি শশীদল স্টেশন ছেড়ে আসার পর পরই লাইনচ্যুত হয়।
ট্রেনটির লোকোমোটিভসহ (ইঞ্জিন) সামনের দিকের তিনটি বগি রেল লাইন থেকে সরে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আখাউড়া থেকে যাওয়া উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ভোর চারটার দিকে উদ্ধার কাজ শুরু করেছে। কাজ শেষ করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Comments