লায়ন, প্যাটিনসনের তোপে কিউইদের গুঁড়িয়ে জিতল অস্ট্রেলিয়া

ফলোঅন না করিয়ে আরও ১৬৮ রান তুলে ইনিংস ঘোষণার করে নিউজিল্যান্ডকে বিশাল বোঝা চাপিয়েছিল অস্ট্রেলিয়া। অবিশ্বাস্য রান তাড়ায় নেমে কিউইরা লড়াই জমানোর ধারে কাছেও যেতে পারেনি। জেমস প্যাটিনসন আর ন্যাথান লায়ন মিলে নিউজিল্যান্ডকে অলআউট করে দেন দ্রুতই।

ফলোঅন না করিয়ে আরও ১৬৮ রান তুলে ইনিংস ঘোষণার করে নিউজিল্যান্ডকে বিশাল বোঝা চাপিয়েছিল অস্ট্রেলিয়া। অবিশ্বাস্য রান তাড়ায় নেমে কিউইরা লড়াই জমানোর ধারে কাছেও যেতে পারেনি। জেমস প্যাটিনসন আর ন্যাথান লায়ন মিলে নিউজিল্যান্ডকে অলআউট করে দেন দ্রুতই। 

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শেষ হয়ে গেছে চারদিনে। ৪৮৮ রান তাড়ায় নামা নিউজিল্যান্ড ২৪০ রানে গুটিয়ে ম্যাচ হেরে ২৪৭ রানের বিশাল ব্যবধানে। 

আগের দিনের ৪ উইকেটে ১৩৭ রান নিয়ে নেমে আর বেশিক্ষণ ব্যাট করেনি অস্ট্রেলিয়া। ১ উইকেট হারিয়ে আরও ৩১ রান তুলেই ইনিংস ছেড়ে দেয় তারা। 

নিউজিল্যান্ডের সামনে দাঁড়ায় প্রায় অসম্ভব এক লক্ষ্য। টম ব্লান্ডেল সেঞ্চুরি করলেও তাতে কুল কিনারা করতে পারেনি তারা। 

ব্লেন্ডেল লড়াইয়ের পাশে বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শুরুতেই টম ল্যাথাম আর কেইন উইলিয়ামসনকে তুলে নিয়েছিলেন প্যাটিনসন। এই পেসারের তোপে পরে কাবু হন রস টেইলরও। ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে কিউইরা। এই বিপদ থেকে আর উদ্ধার হওয়া হয়নি তাদের। 

মিচেল স্ট্যান্টনার, বিজে ওয়েটলিংরা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের বেশি বাড়তে দেননি লায়ন। অসি অফ স্পিনার নিউজিল্যান্ডের লোয়ার মিডল অর্ডার ছেঁটেছেন পর পর। ওপেনার ব্লান্ডেল শেষ ব্যাটসম্যান হিসেবে অনিয়মিত বোলার মার্নাস লাবুশানের বলে ১২১ রানে আউট হলে শেষ হয়ে যায় খেলা। 

সংক্ষিপ্ত স্কোর: 

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৬৭

নিউজিল্যান্ড প্রথম ইনিংস:  ১৪৮ 

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ১৬৮ (৫) (ডিক্লে) 

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৭১ ওভারে ২৪০ (ল্যাথাম ৮, ব্ল্যান্ডেল ১২১, উইলিয়ামসন ০, টেইলর ২, নিকোলাস ৩৩, ওয়েটলিং ২২, গ্র্যান্ডহোম ৯, স্যান্টনার ২৭, সাউদি ২, ওয়েগনার ৬, বোল্ট ০*;  স্টার্ক ০/৫৯, কামিন্স ০/৪৭, প্যাটিনসন ৩/৩৫, লায়ন ৪/৮১, লেবুশানে ১/১১)

ফল: অস্ট্রেলিয়া ২৪৭ রানে জয়ী। 

Comments

The Daily Star  | English

World Bank ready to be part of key economic reforms in Bangladesh: VP

The World Bank is 'excited' by the interim government's reform agenda and 'it is worth visiting Bangladesh right now', says Martin Raiser

1h ago