যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দণ্ডপ্রাপ্ত যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্যকে ছাড়িয়ে নিতে ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা হয়েছে।
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয় দুই জনকে। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দণ্ডপ্রাপ্ত যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্যকে ছাড়িয়ে নিতে ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা হয়েছে।

রোববার বিকেল চারটার দিকে উপজেলার পশ্চিম ইউনিয়নের বিলঘর গ্রামের এ ঘটনায় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমসহ চার জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন, কসবা থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ, পুলিশের নায়েক আলী আজম, কনস্টেবল মাহবুবুল ও জয়রুপ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় কসবা পশ্চিম ইউনিয়নের বাসিন্দা, ইউনিয়ন শাখা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য আলমগীর হোসেনসহ দুই জনকে আটক করা হয়। এরপর তাকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য। সাজা দেওয়ার প্রক্রিয়া শেষে থানার উদ্দেশ্যে গাড়িবহর রওনা হলে বিলঘর এলাকায় পথিমধ্যে হামলা চালানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Public won't tolerate interim govt staying for a long time: Fakhrul

Elected representatives should decide what reforms are necessary, says BNP secretary general

1h ago