পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিক নিহত
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে আমজাদ হোসেন জমাদ্দার নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঠিকাদারকে আটক করেছে।
নিহত আমজাদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার চর আফজাল এলাকায়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার দুপুরে লিবাস টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন জানান, রবিবার কালিয়াকৈরের মৌচাক (নিশ্চিন্তপুর) এলাকায় লিবাস টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানার নির্মাণাধীন জেনারেটর ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। দুপুরে জোড়াতালি দেওয়া বাঁশের খুঁটি ভর সামলাতে না পেরে নির্মাণাধীন ছাদ ধ্সে পড়ে। ছাদের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন আমজাদ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিকেলে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঠিকাদার কবির হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ।
Comments