স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানির অনুমোদন
তথ্যপ্রযুক্তি খাতে ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতে সরকার ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠন করতে যাচ্ছে।
আজ (৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, এই কোম্পানি থেকে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
এছাড়াও, বৈঠকে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এই কোম্পানিটি হলে বিদেশি ডাটা সেন্টারের ওপর আর নির্ভর করতে হবে না। এতে সরকারের ৩৫৩ কোটি টাকা সাশ্রয় হবে।”
বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আইন সংশোধন করার প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।
এটি কার্যকর হলে, কমিশন বছরে একাধিকবার জ্বালানি পণ্যের দাম বাড়াতে-কমাতে পারবে। যা এখন বছরে একবার করতে পারে।
Comments