মরা মুরগি সরবরাহকারীর জেল, রেস্তোরাঁ মালিককে জরিমানা
মরা মুরগি বিক্রি করায় নারায়ণগঞ্জে এক জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং সেই মুরগি রান্না করে পরিবেশন করায় দুই রেস্তোরাঁ মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে শহরের গলাচিপা ও চাষাঢ়া এলাকায় অভিযান শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান ও রুমানা আক্তার যৌথভাবে এ সাজা দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, মরা মুরগি সরবরাহ করায় অনু দাসকে (২৫) আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দিগুবাবুর কাঁচাবাজারে ময়লার স্তূপে ফেলে দেওয়া মুরগি সংগ্রহ করে শহরের খাবারের হোটেল ও ফুটপাতের দোকানগুলোতে সাপ্লাই দিতেন।
এছাড়া নাম বিহীন দুটি খাবার হোটেলকে সেই মরা মুরগি রান্না করে পরিবেশন করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
Comments