নেত্রী ও পুরান ঢাকার মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বচনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনে দলীয় সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তকে মেনে নেওয়ার কথা জানিয়েছেন বর্তমান মেয়র সাঈদ খোকন। তবে দলের মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে সমর্থন দেওয়ার ব্যাপারে শেখ হাসিনা ও পুরান ঢাকার মুরুব্বিদের সঙ্গে আলোচনা করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ সোমবার দক্ষিণ সিটির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়ে সাঈদ খোকন বলেন, তার জন্য ভালো বিবেচনায় নেত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।
খোকন বলেন, “আমি খুশি মনে সিদ্ধান্ত মেনে নিয়েছি, আলহামদুলিল্লাহ।”
এই সিটি নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার পর ব্যারিস্টার ফজলে নূর তাপস বর্তমান মেয়র খোকনের সমর্থন চেয়েছিলেন। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুরান ঢাকার মুরুব্বিদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিবেন।
ঢাকা দক্ষিণের মেয়র পূর্ণ মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত হওয়ায় ভিন্ন প্রার্থীর জন্য প্রচারণায় অংশ নিতে আইনগত বাধার বিষয়গুলো খতিয়ে দেখার কথা জানিয়ে তিনি বলেন যে অভিভাবক হিসেবে শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই তিনি সব সিদ্ধান্ত নিবেন।
Comments