১ এপ্রিল থেকে আমানতে ৬ ও ঋণে ৯ শতাংশ সুদ: অর্থমন্ত্রী

সকল ব্যাংকের আমানতে সুদের হার ৬ শতাংশ ও ঋণে সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ করার সিদ্ধান্ত আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গুলশানে বাংলাদেশ এসোশিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর সঙ্গে বৈঠক শেষে ব্যাংকে সুদের হার কমানোর কথা জানান অর্থমন্ত্রী। ছবি: সংগৃহীত

সকল ব্যাংকের আমানতে সুদের হার ৬ শতাংশ ও ঋণে সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ করার সিদ্ধান্ত আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বাংলাদেশ এসোশিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এই কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, সকল ব্যাংকের আমানত এর সুদের হার ৬ শতাংশ এবং সকল ঋনের সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ হবে। এটি আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে পরিপত্র দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

Now