জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৮৭.৯০

dipu_moni.jpg
শিক্ষামন্ত্রী দীপু মনি। ফাইল ছবি

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ সকল বোর্ডের জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। আর মাদ্রাসা শিক্ষা বোর্ড ছাড়া সকল বোর্ডের পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ।

আজ (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। এরপর জেএসসি ও জেডিসির ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

পরে সকাল সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন:

যেভাবে জানা যাবে পিইসি, জেএসসি ও জেডিসির ফল

Comments