জিপিএ-৫ পেয়েছে ৭৮৪২৯ জন, পাসের হার ও শতভাগ পাসের স্কুল সংখ্যা বেড়েছে
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ও শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
আজ (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান।
তিনি জানান, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। গত বছর যা ছিলো ৮৫ দশমিক ২৮ শতাংশ। এ বছর পাসের হার বেড়েছে ২ দশমিক ৩০ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছে মোট ৭৬ হাজার ৭৪৭ জন। গত বছর ছিলো ৬৬ হাজার ১০৮ জন। এ বছর জিপিএ-৫ বেশি পেয়েছে ১০ হাজার ৬৩৯ জন।
শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩ হাজার ৪০০টি। গত বছর ছিলো ৩ হাজার ৪২টি। এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩৫৮টি।
শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৪টি, গত বছর ছিলো ২০টি। এ বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬টি।
শিক্ষামন্ত্রী আরও জানান, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৭৭ শতাংশ। গত বছর ছিলো ৮৯ দশমিক শূন্য ৪ শতাংশ। এ বছর পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৭৩ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৮২ জন। গত বছর ছিলো ১ হাজার ৯৮৭ জন। এ বছর জিপিএ-৫ কম পেয়েছে ৩০৫ জন।
শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৮৪৩টি। গত বছর ছিলো ১ হাজার ৭১৭টি। এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১১৬টি।
শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৯টি। গত বছর ছিলো ২৩টি। এ বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৪টি।
আরও পড়ুন:
Comments