তাপস, আতিকুলের মনোনয়নপত্র জমা
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে জমা দিয়েছেন।
আজ (৩১ ডিসেম্বর) সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস তার মনোনয়নপত্র গোপীবাগের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র এম আতিকুল ইসলাম আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
Comments