বিশ্ব আর্চারির বর্ষসেরা অ্যাথলেটের সংক্ষিপ্ত তালিকায় রোমান

roman sana
রোমান সানা। ছবি: ওয়ার্ল্ড আর্চারি টুইটার

সোনায় মোড়ানো একটি বছর কেটেছে বাংলাদেশের সেরা আর্চার রোমান সানার। ছিলেন ব্যক্তিগত সাফল্যে উদ্ভাসিত। দলগত সাফল্যের ঝুলিটাও ভারী। অসাধারণ সব নৈপুণ্যে অনেক অনেক প্রাপ্তি। সে খাতায় নতুন করে যোগ হতে পারে আরও অর্জন। আর্চারির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ২০১৯ সালের বর্ষসেরা অ্যাথলেট পুরস্কারের দুটি ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন রোমান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিশ্ব আর্চারি সংস্থা প্রকাশ করেছে বিভিন্ন ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকা। সেখানে ঠাঁই হয়েছে গেল বছরের সেরা আর্চারদের। তাদের মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরাদের সেরাকে।

ছেলেদের ব্যক্তিগত রিকার্ভ ক্যাটাগরির পাশাপাশি ২০১৯ সালে সবচেয়ে বেশি তাক লাগানো পারফরম্যান্স উপহার দেওয়া ও উন্নতি করা (ব্রেকথ্রু) আর্চারদের ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় রয়েছে রোমানের নাম। প্রথম ক্যাটাগরিতে পাঁচ জনের মধ্য থেকে সেরা নির্বাচন করা হবে সারা বিশ্বের ভক্তদের ও বিশেষজ্ঞ প্যানেলের ভোটের সমন্বয়ে। পরের ক্যাটাগরির ছর জনের মধ্য থেকে সেরাকে বেছে নেবে কেবল বিশেষজ্ঞ প্যানেল।

আরও একটি ক্যাটাগরিতে রয়েছে বাংলাদেশের নাম। আর্চারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ আছেন বর্ষসেরা কোচের তিন জনের সংক্ষিপ্ত তালিকায়। এই ক্যাটাগরির সেরাও নির্বাচন করবে বিশেষজ্ঞ প্যানেল।

পুরো জানুয়ারি মাস জুড়ে চলবে ভোটের কার্যক্রম। এরপর আগামী ৮ ফেব্রুয়ারি ইনডোর আর্চারি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালের দিন বিভিন্ন ক্যাটাগরির বর্ষসেরা অ্যাথলেটদের নাম ঘোষণা ও পুরস্কৃত করা হবে।

গেল বছর দারুণ সফল ছিলেন রোমান। এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারিতে ব্যক্তিগত রিকার্ভে স্বর্ণ পদক জেতেন তিনি। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক অর্জন করে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে যোগ্যতার বলে এ বছর অনুষ্ঠিত হতে যাওয়া টোকিও অলিম্পিকে সরাসরি জায়গা করে নিয়েছেন।

বছরের শেষটাও রোমানের জন্য ছিল দুর্দান্ত। দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে আর্চারি ইভেন্টের সবকটি (১০টি) স্বর্ণ জেতে বাংলাদেশ। এই অভাবনীয় সাফল্যের অন্যতম রূপকার রোমান ব্যক্তিগত ও দলগতভাবে জেতেন তিনটি স্বর্ণ পদক।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago