সীমান্তে মোবাইল নেটওয়ার্ক চালুর নির্দেশনা বিটিআরসির

সীমান্তের ভেতরে অন্তত এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ দেওয়ার দেড় দিনের মধ্যেই আবার সেটি চালু করতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সীমান্তের ভেতরে অন্তত এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ দেওয়ার দেড় দিনের মধ্যেই আবার সেটি চালু করতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ (১ জানুয়ারি) নেটওয়ার্ক পুনরায় চালুর নির্দেশনা দিয়ে দেশের চারটি মোবাইল ফোন অপারেটরকে একটি ইমেইল পাঠিয়েছে বিটিআরসি।

বিটিআরসি’র স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. সোহেল রানার পাঠানো ইমেইলে, আগের চিঠির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে সেই চিঠি বাতিল করা এবং অতি দ্রুততার সঙ্গে সীমান্ত এলাকায় মোবাইল চালু করতে বলা হলো।

মোবাইল ফোন অপারেটররা জানিয়েছেন, ইতোমধ্যে তারা নেটওয়ার্ক চালু করতে কাজ শুরু করেছেন। তবে নেটওয়ার্ক পুরো চালু হতে কিছুটা সময় লাগবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সীমান্তের এক কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক বন্ধ করার ফলে ৩২ জেলার অন্তত এক কোটি গ্রাহক এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সূত্রগুলো বলেছে, সীমান্তে চারটি অপারেটরের অন্তত দেড় হাজার মোবাইল টাওয়ার আছে। আর এর অনেকগুলোই রয়েছে দুর্গম এলাকায়।

তাছাড়া, এক কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার ফলে অন্তত কয়েক কিলোমিটার জুড়ে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো। সেসব এলাকায় গত দেড় দিন গ্রাহকরা কোনো রকম মোবাইল সেবা পাচ্ছিলেন না। একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাও বন্ধ হয়ে গিয়েছিলো।

বিটিআরসি’র কয়েকটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশটি জাতীয় নাগরিকপঞ্জিকে (এনআরসি) কেন্দ্র করে ভারত থেকে অনেক পুশব্যাক হতে পারে, এমন আশংকা থেকেই এই সিদ্ধান্ত এসেছিলো।

গত ২৯ ডিসেম্বর যখন সিদ্ধান্ত হয় তখন টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, এটি তার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়, বরং সিদ্ধান্তটি অন্য একটি মন্ত্রণালয় থেকে এসেছে এবং তারা কেবল তা বাস্তবায়ন করেছেন।

Comments

The Daily Star  | English
Gaza genocide

A civility test between Israelis and Palestinians

As opposed to the negative and pejorative assumptions about Palestinians, Israelis are routinely described as civilised and democratic.

8h ago