২০২১ সালে মেট্রোরেল চালু হবে: কাদের
২০২১ সালের ডিসেম্বরে মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (১ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেল প্রকল্পের ট্র্যাক বসানোর কাজ উদ্বোধন করার সময় তিনি একথা জানান।
সেসময় মন্ত্রী বলেন, ২০২১ সালের ডিসেম্বর দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় মেট্রোরেল উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, ২২ হাজার কোটি টাকা খরচের মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। সরকারি সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসেএল) মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে।
Comments