তাজিংডং পাহাড়ে ইটভাটা মালিকের ১০ বছর কারাদণ্ড
তাজিংডং পাহাড়ে অবৈধ ইটভাটা তৈরি করায় এর মালিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পরিবেশ ধ্বংস করার অপরাধে কারাদণ্ডের সঙ্গে তাকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বান্দরবানের থানচিতে তাজিং ডং দেশের সর্বোচ্চ পাহাড়। আরও কয়েকজনের সঙ্গে মিলে পাহাড়ে ইটভাটা করেছিলেন বান্দরবান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস। জেলার বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতিও তিনি।
পরিবেশ আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন বুধবার সকালে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। বান্দরবানের পরিবেশ অধিদপ্তরের জেলা প্রধান সামিউল আলম সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
বান্দরবান বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কান্তি দাস জানান, আব্দুল কুদ্দুসকে সাজা দেওয়ার প্রতিবাদে বান্দরবানের সঙ্গে দেশের অন্যান্য জেলার বাস যোগাযোগ দুই ঘণ্টার জন্য বন্ধ ছিল।
Comments