খেলা

আমি তামিমের ভক্ত, মাশরাফি অনুপ্রেরণার নাম: শেহজাদ

বিপিএলের একদম শুরুর আসরে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন পাকিস্তানি আহমেদ শেহজাদ। তার মাত্র ৪০ বলে করা সেঞ্চুরি এখনো বিপিএলের দ্রুততম। বিপিএলে ৪০.২৭ গড়ে ৯২৭ রান আছে তার। কিন্তু গত তিন আসরে আবার তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এবার ঢাকা প্লাটুন উড়িয়ে এনেছেন আগ্রাসী এই ওপেনারকে। দলে যোগ দিয়েই দলের কোচ আর সিনিয়র ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
Ahmed Shehzad
ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলের একদম শুরুর আসরে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন পাকিস্তানি আহমেদ শেহজাদ। তার মাত্র ৪০ বলে করা সেঞ্চুরি এখনো বিপিএলের দ্রুততম। বিপিএলে ৪০.২৭ গড়ে ৯২৭ রান আছে তার। কিন্তু গত তিন আসরে আবার তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এবার ঢাকা প্লাটুন উড়িয়ে এনেছেন আগ্রাসী এই ওপেনারকে। দলে যোগ দিয়েই দলের কোচ আর সিনিয়র ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

আরেক পাকিস্তানি শহিদ আফ্রিদি চলে যাওয়ায় তাকে দলে নিয়েছে ঢাকা। এসেই শেহজাদ পাচ্ছেন অনেকটা চেনা পরিবেশ। এর আগে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে কোচ হিসেবে পেয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিনকে। তিনি এবার ঢাকা প্লাটুনের কোচ। তামিম ইকবালের সঙ্গে শেহজাদের আছে ঘনিষ্ঠ যোগাযোগ, সখ্যতা আছে মাশরাফি মর্তুজার সঙ্গেও।

আগের দিন দলে যোগ দিয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন করেন শেহজাদ। এরপর দলের মূল সদস্যদের প্রতি এই পাকিস্তানি ঢেলে দিলেন প্রশংসা, ‘খুবই রোমাঞ্চিত (দল পেয়ে)। গত দুই বছর দুর্ভাগ্যজনকভাবে আমি আসতে পারিনি। এবার আসতে পেরে খুশি। আমার পছন্দের কোচকে পাচ্ছি এখানে, মিস্টার সালাউদ্দিন। আমি তার অধীনে খেলতে পছন্দ করি। দ্বিতীয়বারের মতো খেলছি তার সঙ্গে। প্রথমবার শিরোপা জয় করেছিলাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এবারও শিরোপা জয়ের চেষ্টা থাকবে।’

‘তামিম ইকবাল আমার খুবই ভালো বন্ধু। খুবই স্টাইলিস্ট ওপেনার। বাঁহাতিদের মধ্যে তার খেলা খুবই পছন্দ করি। মাশরাফি বিন মর্তুজা, আমরা সবাই জানি বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি কী কী করেছেন। দীর্ঘদিন ধরে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। তিনি তরুণদের জন্যও অনুপ্রেরণা।’

টুর্নামেন্টে তামিমের দল ঢাকা আছে সুবিধাজনক অবস্থানে। আট ম্যাচের পাঁচটা জিতে প্লে-অফের দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে তারা। বাকি কাজটাও অনায়াসে করে দলকে শিরোপা পাইয়ে দেওয়ার দিকে বেশ আত্মবিশ্বাসী তারা। আর তার জন্য শেহজাদ মূল শক্তি মানছেন দলের স্থানীয় তারকাদের, ‘শক্তির জায়গা মনে হয়, স্থানীয় ক্রিকেটাররা। যেমন তামিম ইকবাল, আমি তার ভক্ত। সে টপ অর্ডার ব্যাটসম্যান, বাঁহাতি, খুবই স্টাইলিস্ট। যেদিন সে খেলবে, দুনিয়ায় কেউ নেই যে তাকে থামাতে পারবে। মাশরাফি বিন মর্তুজা আরেকজন। বিদেশিদের জন্য কাজটা সহজ হয়ে যায়। আপনি এসে দলের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন।’

Comments

The Daily Star  | English

National polls: EC orders withdrawal of two police commissioners

The Election Commission (EC) has ordered to withdraw commissioners of two metropolitan units of police, one deputy commissioner, and five superintendents of police.

1h ago