হতাশ করেই চলেছেন ওয়াটসন
ডুবতে থাকা রংপুর রেঞ্জার্সকে টেনে তুলতে উড়ে এসেছিলেন শেন ওয়াটসন। কিন্তু এই নামডাকওয়ালা ব্যাটসম্যান নিজেই পড়েছেন ডুবে মরার দশায়। প্রথমবার বিপিএল খেলতে এসে চার ম্যাচে একবারও যেতে পারেননি দুই অঙ্কে। ওপেন করতে নেমে প্রতিবারই দলের প্রথম বিপদ ডেকে এনেছেন তিনি।
খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় ওয়াটসনের বিপিএল অভিযান। সেই ম্যাচ এসেই দলের নেতৃত্বও পেয়েছিলেন তিনি। ওই দিন এক চার মেরে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ৫ রান করে। সিলেট থান্ডারের বিপক্ষে পরের ম্যাচে ইবাদত হোসেনের ইয়র্কারে ১ রানে স্টাম্প উড়ে যায় তার।
রাজশাহী রয়্যালসের বিপক্ষে পর পর দুই ম্যাচেও একই দশা তার। ঢাকায় শেষ ম্যাচে করেছিলেন ৭ রান। সিলেট পর্বের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (২ জানুয়ারি) করেছেন ২ রান করে। চার ম্যাচে সব মিলিয়ে মোটে ১৫ রান করতে পেরেছেন তিনি। আর নয় ম্যাচ খেলে তার দল ছয় ম্যাচই হেরে প্লে-অফের আগেই বিদায়ের পথে।
এদিন রাজশাহী রয়্যালসের ছুঁড়ে দেওয়া ১৮০ রান তাড়া করতে গিয়ে ১৪৯ রান তুলে ৩০ রানে হেরেছে রংপুর। ম্যাচ হারার পর দলের হয়ে কথা বলতে এসে আল-আমিন জুনিয়র জানিয়েছেন, ওয়াটসনের ব্যাটের দিকেই আশা নিয়ে তাকিয়েছিলেন তারা, ‘প্রতিটা দলে যদি এরকম একজন ব্যাটসম্যান থাকে, তাহলে তার কাছে আশা করা হয় বড় কিছু। বিশেষ করে শুরুটা যদি ভালো না হয়, তাহলে বড় রান তাড়া করা খুব কঠিন।’
রংপুরের হাতে বাকি আছে আর মাত্র তিন ম্যাচ। সবগুলো জিতলেও প্লে-অফ নিশ্চিত করতে অপেক্ষা করতে হবে ‘যদি-কিন্তু’র সমীকরণ মেলানোর।
Comments