ঢাকা উত্তরে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সিটি করপোরেশন এলাকার ভোটার তালিকায় নাম না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
ঢাকা উত্তর সিটি নির্বাচনে কামরুল ইসলামকে পার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল জাতীয় পার্টি। ছবিটি ফেসবুক থেকে নেওয়া

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সিটি করপোরেশন এলাকার ভোটার তালিকায় নাম না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার ঢাকার দুই সিটি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। মেয়র প্রার্থী হিসেবে সাত জনের মনোনয়নপত্র জমা পড়েছিল ঢাকা উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম দ্য ডেইলি স্টারকে বলেন, যাচাই বাছাই করে ছয় জনকে রেখে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ঢাকা উত্তরে মেয়র পদে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক রুবেল, প্রগতিশীল গণতান্ত্রিক দলের শাহীন খান, ইসলামি আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারি মাসুদ ও ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ হবে।

Comments

The Daily Star  | English

Govt cancels deal with Summit Group for second FSRU

Summit terms termination of the deal ‘unjustified’, says will appeal for review

1h ago