বনভূমির ক্ষতি হয় এমন প্রকল্পে জমি বরাদ্দ নয়: হাইকোর্ট
সংরক্ষিত হোক বা না হোক, বনভূমির ক্ষতিসাধন হতে পারে এমন কোনো ধরনের প্রকল্পে জমির বরাদ্দ দেওয়া যাবে না বলে এক রায়ের পর্যবেক্ষণে জানিয়েছেন হাইকোর্ট।
গত বছর মার্চে চট্টগ্রামের জেলাপ্রশাসক বিবিসি স্টিলকে সীতাকুণ্ডের উত্তর সলিমপুরে বনবিভাগের ৭.১ একর জমি ইজারা দেন। ইজারা পেয়ে প্রতিষ্ঠানটি বেশ কিছু গাছ কেটে শিপ ব্রেকিং ইয়ার্ড স্থাপন করে এবং রাস্তা তৈরি করে। গত ২৮ এপ্রিল ওই ইজারার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের কাছে আবেদন জানায় বাংলাদেশ এনভায়রনমেন্টাল লইয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা)।
আবেদনের প্রেক্ষিতে আজ (২ জানুয়ারি) শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ ইজারা বাতিলের রায় দেয়।
এর আগে, ১৩ মে হাইকোর্ট পরিবেশ বিনষ্ট করার প্রকল্পে জমি ইজারা কেন অবৈধ হবে না এই মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিবিসি স্টিলের কাছে ব্যাখ্যা চেয়ে এবং ওই স্থানে শিপ ব্রেকিং ইয়ার্ড স্থাপন করতে নিষেধাজ্ঞা দেন।
অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, মিনহাজুল হক চৌধুরী এবং অ্যাডভোকেট সৈয়দ আহমেদ কবির রিটের পক্ষে এবং ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী বিবিসি স্টিলের পক্ষে শুনানিতে অংশ নেন।
Comments