অর্থমন্ত্রীর বাসায় চুরি!
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাড়ি থেকে টাকা চুরির অভিযোগে তার গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ১৩ ডিসেম্বর গুলশান-২ নম্বর সেকশনের ১০৩ নম্বর সড়কে অর্থমন্ত্রীর বাড়ি থেকে গৃহকর্মী সালমা বেগম আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরি করে পালিয়ে যান।
গুলশান থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ৩১ ডিসেম্বর অর্থমন্ত্রীর মালিকানাধীন লোটাস কামাল গ্রুপ অব কোম্পানির কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন থানায় এই মামলা করেন।
গত সেপ্টেম্বর মাসে অর্থমন্ত্রীর বাসায় কাজ নিয়েছিলেন ওই নারী।
তিনি আরও বলেন, দিনাজপুরে বাড়ির ঠিকানা দিয়ে কাজ নেওয়া সালমা বেগমকে ফিরিয়ে আনার চেষ্টায় ব্যর্থ হয়ে শেষে মামলা করা হয়। তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি।
Comments