থেমেছে বৃষ্টি, ঝলমলে আলোয় খেলা শুরুর অপেক্ষা
সিলেট পর্বের প্রথম দিনটা কেটেছে ঠিকঠাক। অনুষ্ঠিত হয়েছে দুটি ম্যাচ। সন্ধ্যার ম্যাচটি তো ছড়িয়েছে ভীষণ রোমাঞ্চ। এবারের বিপিএলে প্রথম সুপার ওভারে গড়ানো দারুণ লড়াই দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু দ্বিতীয় দিনে খেলা মাঠে গড়াবে কি-না তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। থামার কোনো লক্ষণ না দেখিয়ে ঝরেই যাচ্ছিল টিপটিপ বৃষ্টি। তবে ক্রিকেট ভক্তদের জন্য সুসংবাদ। থেমে গেছে বৃষ্টি। মেঘ সরে যাওয়ায় উঁকি দিয়েছে সূর্য। ঝলমলে আলোয় এখন কেবল ম্যাচ শুরুর অপেক্ষা।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগের রাত থেকেই সারা দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। সিলেটেও তার ব্যতিক্রম ঘটেনি। বিরতি দেওয়ার কোনো আভাস না দিয়ে যেভাবে বাদলের ধারা চলছিল, তাতে মাঠের লড়াই শুরু হওয়া নিয়ে দুশ্চিন্তা ছিল। তবে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে সকল অনিশ্চয়তাও কর্পূরের মতো উবে গেছে। তাছাড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিক হওয়ায় মাঠকে ম্যাচের জন্য উপযোগী করে তুলতে খুব বেশি সময় লাগে না।
শুক্রবার (৩ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলে দুটি ম্যাচের সূচি রয়েছে। দুপুর ২টায় মাশরাফি বিন মর্তুজার ঢাকা প্লাটুনের মুখোমুখি হওয়ার কথা ছিল মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সের। তবে বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকার কারণে ম্যাচটি শুরু হতে কিছুটা দেরি হবে। টস হবে দুপুর ২টা ২০ মিনিটে। খেলা শুরু হবে দুপুর ২টা ৪০ মিনিটে। এরপর সন্ধ্যা ৭টায় স্বাগতিক সিলেট থান্ডারের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স।
আগের দিনের প্রথম ম্যাচে রংপুরকে ৩০ রানে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে রাজশাহী রয়্যালস। পরের ম্যাচটি টাই হওয়ার পর সুপার ওভারে সিলেটকে হারিয়ে শেষ হাসি হাসে কুমিল্লা।
Comments