৫ জানুয়ারি থেকে শৈত্য প্রবাহের সম্ভাবনা
আগামী ৫ জানুয়ারি রাত থেকে সারাদেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ (৩ জানুয়ারি) আবহাওয়াবিদ মোহাম্মদ আফতাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, “শৈত্যপ্রবাহ দুই বা তিনদিন থাকতে পারে।”
এদিকে, আজ সকালে অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পূবালী লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ এবং এর আশপাশে অবস্থান করছে। এর ফলে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
Comments