বিজয়ের পরামর্শে ফ্রাইলিঙ্ককে অমন ডেলিভারিতে ফেরান হাসান

Hasan Mahmud & Anamul Haque Bijoy
ছবি: ফিরোজ আহমেদ

খুলনা টাইগার্সের রান তাড়ায় মুশফিকুর রহিম ছিলেন আগ্রাসী, শেষের ঝড়ের জন্য তার সঙ্গী ছিলেন রবি ফ্রাইলিঙ্ক। এই দুজনের ব্যাটই ছিল তাদের বড় ভরসা। ঢাকা প্লাটুনের তরুণ পেসার হাসান মাহমুদ দুজনকেই ফিরিয়েছেন বুদ্ধি করে। এরমধ্যে ফ্রাইলিঙ্ককে বোল্ড করা ডেলিভারি ছিল ব্যাক হ্যান্ড স্লোয়ার। যা নিয়ে ইমার্জিং কাপ থেকেই কাজ করছেন তিনি।

ঢাকা প্লাটুনের জয়ে ৪ ওভার বল করে ৩২ রানে ৪ উইকেট নেনে হাসান। এরমধ্যে প্রথম দুই ওভারে মাত্র ৫ রান দিয়ে পান ২ উইকেট। যাতে ছিল রাইলি রুশোকে দারুণ এক বলে কট বিহাইন্ড বানানো।

ব্যাকফুটে চলে যাওয়া খুলনা ঘুরে দাঁড়িয়েছিল মুশফিকের ব্যাটে। তার সঙ্গে যোগ দেওয়া ফ্রাইলিঙ্কও ছিল বড় আশার নাম। ১৭তম ওভারের শেষ বলে ব্যাক হ্যান্ডে স্লোয়ার করেন হাসান। যাতে ভড়কে গিয়ে বোল্ড হয়ে ফেরত যান ৭ বলে ৬ রান করা ফ্রাইলিঙ্ক।

ম্যাচ শেষে জানালেন এই বলটি তিনি অনুশীলন করছেন ইমার্জিং কাপ থেকে। তবে এই সময়ে বলটি করার পরামর্শ দেন উইকেটকিপার এনামুল হক বিজয়,  ‘ইমার্জিং কাপ থেকে এই ব্যাকহ্যান্ড স্লোয়ার প্র্যাকটিস করছি।  বিজয় ভাই পিছন থেকে হেল্প করেছে, উনি বলেছে চেঞ্জ আপ করার জন্য, উনাকে একটু ফলো করেছি মাঝে মাঝে। না, এটা নিজে নিজেই হয়েছে।’

‘উনি (বিজয় ভাই) মোটামুটি সব প্লেয়ারদেরই বুঝে কে কোন বলটা খেলালে কিছু হবে। উনি মাঝেমাঝে ইশারা করে বলে এটা চেঞ্জ করে ওটা করতে। মাশরাফি ভাই এসেও হেল্প করে। বলে, সাহস রাখিস।

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

8h ago