প্লাস্টিক দূষণের বিরুদ্ধে যুদ্ধ
একসময় প্লাস্টিক মানুষের জীবনে এনেছিলো স্বাচ্ছন্দ্য। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্লাস্টিকই মানুষের জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
শুধু মানব জীবন নয়, পরিবেশ-প্রতিবেশ সবই আজ প্লাস্টিক দূষণের কারণে হুমকির সম্মুখীন। প্লাস্টিক দূষণের দুর্যোগে আশার আলো হয়ে এসেছে বিডি ক্লিন নামে তরুণদের গড়া একটি সংগঠন।
দেশের নানা প্রান্তে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নানা সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই দল। শহরের রাস্তা, নালা, ডোবা, রেলস্টেশন পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে এরিমধ্যে নজর কেড়েছে সাধারণ মানুষের।
এবার তাদের পরিচ্ছন্নতা অভিযানে সংগৃহীত প্লাস্টিক দিয়ে একদম ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেছে বিডি ক্লিন। প্লাস্টিকের বোতল দিয়ে নানা শৈল্পিক স্থাপত্য তৈরির পাশাপাশি সংগঠনটি ৩১ লাখ প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করেছে বিশাল এক সমুদ্র।
তাদের লক্ষ্য একটাই- জনগণের মাঝে প্লাস্টিক ব্যবহার ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সচেতনতা তৈরি করা।
Comments