বিশ্বের বৃহত্তম ফুল
ইন্দোনেশিয়ার পরিবেশবিদরা জানিয়েছেন যে, তারা বিশ্বের বৃহত্তম ফুলের সবচেয়ে বড় নমুনাটি খুঁজে পেয়েছেন।
দৈত্যাকৃতির রাফলেসিয়া টুয়ান-মুডে একটি বিশাল আকারের লাল ফুল। এর পাপড়িতে সাদা দাগ থাকে। খুঁজে পাওয়া ফুলটির ব্যাস ১১১ সেন্টিমিটার (৩.৬ ফুট)।
বেশ কয়েক বছর আগে পশ্চিম সুমাত্রার জঙ্গলে সবচেয়ে বড় রাফলেসিয়া টুয়ান-মুডেটি পাওয়া গিয়েছিল। যার ব্যাস ছিল ১০৭ সেন্টিমিটার। এবার পাওয়া ফুলটি আগেরটি থেকে ৪ সেন্টিমিটার বড়।
আগাম কনজারভেশন এজেন্সির এডে পুত্রা বলেন, “এখন পর্যন্ত নথিভুক্ত রাফলেসিয়া টুয়ান-মুডের মধ্যে এটি সবচেয়ে বড়।”
তিনি আরও জানান, ফুলটি ফোটার পর প্রায় এক সপ্তাহ অবধি ভাল থাকে।
১৯ শতকের শুরুর দিকে ব্রিটিশ ঔপনিবেশিক স্যার স্ট্যামফোর্ড রাফেলস ইন্দোনেশিয়ায় এই প্রজাতির একটি ফুল খুঁজে পান। তার নামানুসারে এর নামকরণ করা হয়েছিল রাফলেসিয়া ।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে এই ফুলের দেখা পাওয়া যা। যার মধ্যে ফিলিপাইনে সর্বোচ্চ ১০০ সেন্টিমিটার ব্যাসের ফুল পাওয়া গিয়েছিল।
পরজীবী ফুলটি মৃতদেহের ফুল হিসাবেও পরিচিত। খাওয়ার জন্য পোকামাকড়কে আকর্ষণ করতে এই ফুল পচা মাংসের মত গন্ধ ছড়ায়।
Comments