গোল্ডকাপ চ্যাম্পিয়নদের সঙ্গে একই গ্রুপে জামাল ভূঁইয়ারা

gold cup
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু গোল্ডকাপের বর্তমান চ্যাম্পিয়ন প্যালেস্টাইনের সঙ্গে একই গ্রুপে পড়েছে আয়োজক বাংলাদেশ। ‘এ’ গ্রুপে জামাল ভূঁইয়াদের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানী ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের গ্রুপ পর্বের ড্র।

এবারের আসরে মোট ছয়টি দল খেলছে দুই গ্রুপে ভাগ হয়ে। তিনটি এশিয়ার, তিনটি আফ্রিকার। ‘বি’ গ্রুপে আছে বুরুন্ডি, মরিশাস ও সেশেলস।

গোল্ডকাপের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী আগামী ১৫ জানুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি। প্রতিযোগিতার সবগুলো ম্যাচের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে প্যালেস্টাইন (১০৬তম)। এরপর একে একে আছে বুরুন্ডি (১৫১তম), মরিশাস (১৭১তম), বাংলাদেশ (১৮৭তম), সেশেলস (২০০তম) ও শ্রীলঙ্কা (২০৫তম)।

উল্লেখ্য, বঙ্গবন্ধু গোল্ডকাপের সবশেষ আসরে ২০১৮ সালে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল বাংলাদেশ। প্যালেস্টাইনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

Comments

The Daily Star  | English

AL attack on NCP rally venue: Four killed as violence grips Gopalganj

At least four people were killed and dozens injured in daylong running battles between law enforcers and Awami League followers in Gopalganj yesterday.

8h ago