আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা ও নিহতের সংখ্যা

road-accidnet.jpg
৭ জুন ২০১৯, সিরাজগঞ্জের হরিণছড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুতগতির একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দিলে গাড়িটির দুই আরোহী নিহত হন। ছবি: স্টার

দেশে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

২০১৯ সালে ৪ হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫ হাজার ২২৭ জন নিহত এবং ৬ হাজার ৯৫৩ জন আহত হয়েছেন। এছাড়াও, রেলপথে ১৬২টি দুর্ঘটনায় ১৯৮ জন নিহত এবং ৩৪৭ জন আহত হয়েছেন।

আজ (৪ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিসচা সভাপতি ইলিয়াস কাঞ্চন এসব তথ্য জানান।

তিনি জানান, ২০১৮ সালে ৩ হাজার ১০৩টি সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৪৩৯ জন নিহত এবং ৭ হাজার ৪২৫ জন আহত হয়েছিলেন।

ilias.jpg
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন নিসচা সভাপতি ইলিয়াস কাঞ্চন। ছবি: তুহিন শুভ্র অধিকারী

২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৫০ শতাংশেরও বেশি পথচারী ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

ইলিয়াস কাঞ্চন জানান, ১১টি জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন এবং নিসচার বিভিন্ন শাখা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার জন্য অশিক্ষিত ও অদক্ষ চালক, অবৈধ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, ট্রাফিক আইন না মানা এবং সড়ক আইনের যথাযথ প্রয়োগের অভাবকে দায়ী করেছেন তিনি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago