রিয়ালের জয়, পয়েন্ট হারিয়েও শীর্ষেই বার্সা

নতুন বছরের শুরুটা দুরকমভাবে হয়েছে স্প্যানিশ লা লিগার শীর্ষ দুদলের। লিগের আগের তিন ম্যাচে টানা ড্র করা রিয়াল মাদ্রিদ ফিরেছে জয়ে। আর কাতালান ডার্বিতে রোমাঞ্চকর লড়াইয়ে পয়েন্ট খুইয়েছে বার্সেলোনা। তারপরও লিগের বর্তমান চ্যাম্পিয়নরা ধরে রেখেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান।
real and barca
ছবি: এএফপি (সম্পাদিত)

নতুন বছরের শুরুটা দুরকমভাবে হয়েছে স্প্যানিশ লা লিগার শীর্ষ দুদলের। লিগের আগের তিন ম্যাচে টানা ড্র করা রিয়াল মাদ্রিদ ফিরেছে জয়ে। আর কাতালান ডার্বিতে রোমাঞ্চকর লড়াইয়ে পয়েন্ট খুইয়েছে বার্সেলোনা। তারপরও লিগের বর্তমান চ্যাম্পিয়নরা ধরে রেখেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান।

শনিবার রাতে গেতাফের মাঠে ৩-০ গোলে জিতেছে রিয়াল। আরেক ম্যাচে এস্পানিয়লের আতিথ্য নিয়ে ২-২ গোলে ড্র করেছে বার্সা। সমান ১৯ ম্যাচ খেলে দুদলের অর্জন সমান ৪০ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার এক নম্বর স্থানটি দখলে রেখেছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। আর কয়েক ঘণ্টার জন্য শীর্ষে উঠলেও আবার দুইয়ে নেমে যেতে হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের।

গেতাফের বিপক্ষে প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল রিয়ালই। তবে আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। গোলরক্ষক থিবো কোর্তোয়ার কল্যাণে অবশ্য জাল অক্ষত রাখে রিয়াল। ৩৪তম মিনিটে তারা লিডও পেয়ে যায়। ফারলান্দ মেন্দির ক্রসে হেড করে বল জালে জড়ান রাফায়েল ভারান। বিরতির পর ম্যাচে পুরোপুরি প্রাধান্য বিস্তার করে রিয়াল। আর ফরাসি ডিফেন্ডার ভারানের লক্ষ্যভেদেই ব্যবধান বাড়ায় দলটি। এবারে গোলের যোগানদাতা টনি ক্রুস। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে লুকা মদ্রিচ গোল পেলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা। ফেদেরিকো ভালভার্দের পাসে ঠিকমতো শট নিতে না পারলেও ফাঁকা জালে বল ঠেলে দিতে ভুল করেননি ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।

এস্পানিয়লের মাঠে প্রথমার্ধে তেমন সুবিধা করে উঠতে পারেনি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ালেও শেষ মুহূর্তে গোল হজম করায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের। তার ওপর শেষ ১৫ মিনিট তাদের খেলতে হয় একজন কম নিয়ে। ৭৫তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রেংকি ডি ইয়ং।

ম্যাচের ২৩তম মিনিটে মার্ক রোকার ক্রসে দারুণ হেডে ডেভিড লোপেজ গোল করলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে নয় মিনিটের ব্যবধানে দুবার জাল কাঁপিয়ে অবশ্য তারা এগিয়েও যায়। ৫০তম মিনিটে জর্দি আলবার বাড়ানো বলে পা ছুঁইয়ে সমতা ফেরান লুইস সুয়ারেজ। চলতি লিগে উরুগুইয়ান ফরোয়ার্ডের এটি একাদশ গোল। নয় মিনিট পর দলের লিড নেওয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুয়ারেজ। তার চিপ শটে হেড করে জালের ঠিকানা খুঁজে নেন আর্তুরো ভিদাল। তবে শেষরক্ষা হয়নি। ৮৮তম উ লেই কোণাকুণি শটে বার্সা গোলরক্ষক নেতোকে পরাস্ত করে দূরের পোস্টে বল জড়িয়ে স্কোরলাইন ২-২ করেন।

Comments

The Daily Star  | English

'No justice in either country': Rohingya refugees face looting on both sides of the border

The most recent arrivals are staying with the relatives at the camp sharing their limited daily rations provided by the UN agencies.

2h ago