যুক্তরাষ্ট্র সরকারের ওয়েবসাইট হ্যাকের দাবি ইরানি হ্যাকারদের
যুক্তরাষ্ট্র সরকারের মুখপাত্র হিসেবে পরিচিত একটি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে ইরানের একটি হ্যাকার দল।
গতকাল (৪ জানুয়ারি) তারা ওয়েবসাইটটি হ্যাক করে জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি বার্তা দিয়েছে।
এএফপির প্রতিবেদন বলা হয়, ফেডারেল ডিপোজিটরি লাইব্রেরি প্রোগ্রামের ওয়েবসাইটটি হ্যাক করার পরে সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি এবং ইরানের পতাকা দেখা যাচ্ছিলো।
সেখানে লেখা ছিলো, মার্কিন প্রেসিডেন্টের নির্মম প্রচেষ্টার কারণে ‘শহীদ’ হয়েছেন জেনারেল কাশেম সোলাইমানি।
আরও বলা হয়, “যারা তাকে শহীদ করেছে এবং অন্য শহীদদের রক্তে হাত লাল করেছে, তাদের জন্য অপেক্ষা করছে কঠিন প্রতিশোধ।”
ওয়েবসাইটটির আরেকটি পৃষ্ঠায় লেখা হয়, “এটি ইরানি সাইবার শক্তির ক্ষুদ্র একটি নমুনা।”
গত ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন কুদস বাহিনীর প্রধান জেনারেল কাশেম সোলাইমানি।
কাশেম সোলাইমানি ছিলেন ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। দেশটির সর্বোচ্চ নেতার পরেই ছিলো তার অবস্থান। তিনি ইরানের সামরিক অভিযানগুলোর নেতৃত্ব দিতেন।
সোলাইমানির মৃত্যুর পর ট্রাম্প দাবি করেন, বাগদাদে মার্কিন সেনাদের উপর হামলার পরিকল্পনা করছিলেন কাশেম সোলাইমানি।
Comments