ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
মাত্র দুই বছর হয় ফুটবল অঙ্গনে পা রেখেছে বসুন্ধরা কিংস। এর মধ্যেই জায়ান্ট দল হিসেবে পরিচিত পেয়েছে তারা। বাংলাদেশ লিগ শিরোপা জিতেছে গত মৌসুমেই। এবার নতুন মৌসুমের শুরুতে জিতে নিল ফেডারেশন কাপও। এদিন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির স্বপ্নযাত্রা থামিয়ে শিরোপা উল্লাসে মাতে দলটি। ফাইনালে তাদের ২-১ গোলে হারিয়েছে অস্কার ব্রুসনের শিষ্যরা।
বাংলাদেশের ফুটবলে এক সময়ে জায়ান্ট কিলার হিসেবে পরিচিত ছিল রহমতগঞ্জ। তবে কালের বিবর্তনে আগের সেই ধারা হারিয়ে ফেলেছে দলটি। চলতি মৌসুমে আবার সেই পুরনো দিনের ইঙ্গিত দিচ্ছিলেন তারা। আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলকে হারিয়ে ফাইনালের টিকেট কাটে দলটি। তবে শিরোপা লড়াইয়ে পেরে উঠল না তারা। তবে এ হারের জন্য বড় দায় রয়েছে গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনের। তার হাস্যকর ভুলেই জয়সূচক গোলটি হজম করে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভালো সুযোগ ছিল মতিন মিয়ার। পরে ড্যানিয়েল কলিনদ্রেস সোলেরার কর্নারে বখতিয়ার দুইশবেকভের হেড বাপোস্ট ছুঁয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। ছয় মিনিট পর ফের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল তাদের। কর্নার থেকে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস দেলমন্তের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন রহমতগঞ্জের নাহিদুর ইসলাম নাহিদ।
১৬তম মিনিটে দারুণ সুযোগ নষ্ট করে রহমতগঞ্জ। উজবেকিস্তানের তুরায়েভ আকোবিরের আড়াআড়ি পাস থেকে প্রায় ফাঁকায় বল পেয়েছিলেন সুহেল মিয়া। কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকোর গায়ে মেরে সে সুযোগ নষ্ট করেন তিনি। ৪০তম মিনিটে বড় ধাক্কা খায় রহমতগঞ্জ। কিরগিজস্তানের ডিফেন্ডার আকপোপভ আসরোরভ চোট পেয়ে মাঠ ছাড়েন। তার পরের মিনিটেই গোল হজম করে দলটি। ডান প্রান্ত থেকে বিশ্বনাথ ঘোষের পাস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন কলিন্দ্রেস।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে বসুন্ধরা। ৫৮তম মিনিটে দুইশবেকভের দারুণ শট বারপোস্টে লেগে ফিরে আসে। তবে ধারার বিপরীতে ৬৩তম মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ। শাহেদুল আলমের কর্নারে গাম্বিয়ার ফরোয়ার্ড মোমোদু বাহর দারুণ হেডে জাল খুঁজে পেলে স্বস্তি ফিরে তাদের।
তবে পরের মিনিটেই এগিয়ে জেতে পারতো বসুন্ধরা। মতিনের পাস থেকে মাহবুবুর রহমান সুফিলের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন লিটন। তবে ৭১তম মিনিটে লিটনেরই ভুলে এগিয়ে যায় বসুন্ধরা। এক সতীর্থের ব্যাক পাস লিটন সময় মতো বিপদমুক্ত না করে সময় নষ্ট করতে গেলে দৌড়ে এসে বল ছিনিয়ে নিয়ে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন কলিন্দ্রেস। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।
আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সপ্তম দল হিসেবে ফেডারেশন কাপ জিতল বসুন্ধরা। অবশ্য গত মৌসুমেই এ সুযোগ ছিল তাদের। সেবার ফাইনালে আবাহনীর কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।
Comments