ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ফরিদপুরে বাসের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
আজ (৬ জানুয়ারি) এই ফরিদপুর সদর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের বোয়ালমারি উপজেলার সোলনা গ্রামের শরিফুল ইসলাম (৩২), তার মেয়ে তাবাসসুম (১), শ্যালিকা পাপিয়া (১৪) এবং ভাগ্নে তানজু; ঢাকা মহানগর পুলিশের উপ-পরিদর্শক, মো. ফারুক এবং মাইক্রোবাস চালক নড়াইলের মো. নাহিদ।
স্থানীয়দের বরাত দিয়ে ফরিদপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর জাহান বলেন, সকাল সাড়ে ৬টায় ফরিদপুরের মল্লিকপুর এলাকায় ঢাকাগামী মাইক্রোবাস এবং মাগুরাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
আমাদের ফরিদপুর সংবাদদাতা জানিয়েছেন, দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
Comments