নাটোরে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃতদেহ উদ্ধার
নিখোঁজ হওয়ার একদিন পর গতকাল (৫ জানুয়ারি) নাটোর সদর উপজেলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদ উদ্দিনের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মৃত কামরুল ইসলাম সদর উপজেলার নবীণকৃষ্ণপুরের আফাজ উদ্দিনের ছেলে। তিনি রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র ছিলেন। হালসা এলাকা থেকে কামরুলের মৃতদেহ উদ্ধারের সময় তার বাম চোখ উপড়ানো ছিলো।
কামরুলের পিতা আফাজ উদ্দিন জানান, ৪ জানুয়ারি রাতে ফোনে কথা বলে ঘরের বাইরে যাওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
গতকাল (৫ জানুয়ারি) এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিলো। পুলিশ জানায়, রাত ৮ টার দিকে হালসা এলাকায় মৃতদেহ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ কামরুলের শরীরের কয়েকটি স্থানে ক্ষতচিহ্ন দেখতে পায়। ময়না তদন্তের জন্য কামরুলের মৃতদেহ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments