অবরোধ প্রত্যাহার, ধর্ষককে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়েছেন ডাকসু সহসভাপতি নুরুল হক নুর। নইলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
আজ (৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে তিনি এই আল্টিমেটাম দেন।
এর আগে, দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ঢাবিতে ক্রিয়াশীল ১২টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন জোট ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র সদস্যরা। এতে স্থবির হয়ে পড়ে গোটা শাহবাগ এলাকা। বন্ধ থাকে গাড়ি চলাচল।
পরে বেলা একটার দিকে শাহবাগের অবরোধ তুলে নেন তারা। এরপর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।
সেখান থেকে নুর বলেন, “এই ধর্ষণের ঘটনায় ঢাবি কর্তৃপক্ষকে বাদী হয়ে মামলা দায়ের করতে হবে।”
এছাড়াও, ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করতেও আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:
ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা, চিকিৎসায় মেডিকেল বোর্ড
Comments