ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা, চিকিৎসায় মেডিকেল বোর্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক দ্য ডেইলি স্টারকে জানান, আজ (৬ জানুয়ারি) সকালে ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাবা অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করেছেন।
তিনি জানান, এ ঘটনায় পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত করছেন।
মেডিকেল বোর্ড গঠন
ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর চিকিৎসার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) কর্তৃপক্ষ।
ছয় সদস্যের ওই কমিটির নেতৃত্বে আছেন গাইনি বিভাগের অধ্যাপক সালমা রউফ।
বিষয়টি নিশ্চিত করে ঢামেকের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) প্রধান ডা. বিলকিস বেগম দ্য ডেইলি স্টারকে জানান, ওই শিক্ষার্থীর ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত প্রতিবেদন হাতে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ওই শিক্ষার্থী এখনও মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন। তিনি ধর্ষণকারীর সংখ্যা এবং ওই সময়ের পুরো ঘটনা মনে করতে পারছেন না।
তার গলা, পা-সহ শরীরের কয়েক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Comments