নানকের হার্টে রিং পরানো হয়েছে
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের হার্টে একটি রিং পরানো হয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত।
আজ (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে বুকে ব্যথা নিয়ে নানক ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। সেখানে এনজিওগ্রাম করার পর তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে।
এরপর, তাৎক্ষণিক একটি রিং পরানো হয়।
ল্যাবএইড হাসপাতাল সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ নেতা নানক এখন হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। তাকে ৪৮ ঘণ্টার ক্লোজ অবজারভেশনে রাখা হয়েছে। এখন তার অবস্থা আশঙ্কামুক্ত।
নানক বর্তমানে অধ্যাপক ডা. সোহরাব উজ জামান এবং ডা. মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে রয়েছেন বলেও সূত্র জানিয়েছে।
Comments