৩৫টি আন্তঃনগর ট্রেনের শিডিউলে পরিবর্তন হবে: রেলপথমন্ত্রী
আগামী ১০ জানুয়ারি থেকে ৩৫টি আন্তঃনগর ট্রেনের নতুন সময়সূচী কার্যকর করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ (৬ জানুয়ারি) মন্ত্রী রেল ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এবং তাদের দাবী অনুযায়ী এই পরিবর্তন আসছে বলেও মন্তব্য করেন তিনি।
“পরিবর্তিত সময়সূচীর আওতায় পঞ্চগড় এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেসও থাকবে” উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, “এর বাইরে, নয়টি ট্রেনের যাত্রাপথে নতুন করে কমপক্ষে এক থেকে তিনটি করে নতুন স্টেশন যোগ করা হবে।”
Comments