আচরণবিধি ভঙ্গের অভিযোগ

আতিকুলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের ব্যাখ্যা চেয়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের ব্যাখ্যা চেয়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

কারণ দর্শানোর নোটিশে ইসি বলেছে, একজন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে আতিকুল ইসলাম উত্তরায় নির্বাচনী প্রচারণা কার্যক্রম উদ্বোধন করেছেন। এই কাজের মাধ্যমে তিনি সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

আচরণবিধি লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, আগামী দুই কর্মদিবসের মধ্যে আতিকুলকে তা লিখিতভাবে জানাতে বলেছে নির্বাচন কমিশন।

আচরণবিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দ হওয়ার আগে প্রার্থীরা প্রচারণা চালাতে পারেন না। কোনো মন্ত্রী বা সংসদ সদস্যও এই নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না।

কিন্তু এর মধ্যেই গত রোববার আওয়ামী লীগের সংসদ সদস্য সাহারা খাতুনের উপস্থিতিতে নির্বাচনী প্রচারণা উদ্বোধন করেন আতিকুল।

Comments