আইসিসি ইভেন্টে প্রথমবার বাংলাদেশের দুই আম্পায়ার

দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার শরিফুদৌল্লাহ ইবনে শহিদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল। তাদের মধ্য দিয়ে আইসিসির কোন ইভেন্টে প্রথমবার বাংলাদেশের দুই আম্পায়ার সরাসরি ম্যাচ এলুকেশন পেলেন।
Masudur Rahman Mukul & Sharifudullah Ibne Shahid Saikat
দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার শরিফুদৌল্লাহ ইবনে শহিদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল। তাদের মধ্য দিয়ে আইসিসির কোন ইভেন্টে প্রথমবার বাংলাদেশের দুই আম্পায়ার সরাসরি ম্যাচ এলুকেশন পেলেন। 
 
যুব বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে মঙ্গলবারই  দক্ষিণ আফ্রিকায় উড়ে যাচ্ছেন সৈকত ও মুকুল। যুব বিশ্বকাপের প্রথম রাউন্ডে মুকুল, সৈকত দুজনেই মোট পাঁচ ম্যাচে থাকবেন অন ফিল্ড আম্পায়ার হিসেবে। ১২ জানুয়ারি পাকিস্তান-নাইরেজিরা ম্যাচ দিয়ে শুরু হবে সৈকতের বিশ্বকাপ।১৩ জানুয়ারি জাপান-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে কাজ শুরু করবেন মুকুল। ভারত-নিউজিল্যান্ডের মতো বড় ম্যাচেও মাঠের আম্পায়ার হিসেবে কাজ করবেন তিনি। 
 
আইসিসি ইভেন্টে সুযোগ পেয়ে উচ্ছ্বাস জানিয়ে দ্য ডেইলি স্টারকে মুকুল জানান নিজের প্রতিক্রিয়া, ‘প্রতিবারই আইসিসির যুব বিশ্বকাপে বাংলাদেশের একজন করে সুযোগ পান। তবে এবারই প্রথম দুজন ডাক পেলেন। আমার জন্য ভীষণ আনন্দের কারণ এই প্রথম আমি সরাসরি ম্যাচ এলুকেশন পেয়েছি।’
 
সুযোগের সঙ্গে বিশ্ব আসরে কাজ করার চাপও দেখছেন বাংলাদেশের অভিজ্ঞ এই আম্পায়ার, ‘চাপও থাকবে অনেক। খেলোয়াড়দের মতো আমাদেরও এটা একধরণের পারফরম্যান্সের বিষয়। নির্ভুল কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব।’
 
টেস্ট মর্যাদার বিশ বছর পার হলেও আম্পায়ারিংয়ের দিক থেকে এখনো বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের কোন আম্পায়ার আইসিসির এলিট প্যানেলে এখনো কাজ করার যোগ্যতা অর্জন করেননি। 

Comments

The Daily Star  | English
EC turns a blind eye to polls code violations

Nomination submission deadline won’t be extended: EC

The deadline for the submission of nomination papers ended at 4:00pm today

48m ago