বার্সেলোনা কি ছেড়েই দিচ্ছেন ভিদাল?

দারুণ ছন্দে রয়েছেন বার্সেলোনার চিলিয়ান তারকা আর্তুরো ভিদাল। দলের মাঝমাঠ সামলে লক্ষ্যভেদেও দুর্দান্ত। চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ৬টি গোল। গোলে সহায়তাও করেছেন। কিন্তু মৌসুমের মাঝে জানুয়ারির দলবদলে তার ক্লাব ছাড়ার জোর গুঞ্জন চলছে। সে গুঞ্জনটা আরও চড়াও হয়েছে হয়েছে তার এজেন্ট ফের্নান্দো ফেলিচেভিচের ইতালি সফরে। ইন্টার মিলানের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা করতেই দেশটিতে গিয়েছেন বলে জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যম ক্যালসিওমার্কাতো।

দারুণ ছন্দে রয়েছেন বার্সেলোনার চিলিয়ান তারকা আর্তুরো ভিদাল। দলের মাঝমাঠ সামলে লক্ষ্যভেদেও দুর্দান্ত। চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ৬টি গোল। গোলে সহায়তাও করেছেন। কিন্তু মৌসুমের মাঝে জানুয়ারির দলবদলে তার ক্লাব ছাড়ার জোর গুঞ্জন চলছে। সে গুঞ্জনটা আরও চড়াও হয়েছে হয়েছে তার এজেন্ট ফের্নান্দো ফেলিচেভিচের ইতালি সফরে। ইন্টার মিলানের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা করতেই দেশটিতে গিয়েছেন বলে জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যম ক্যালসিওমার্কাতো।

সিরি আয় জুভেন্টাসের একক প্রাধান্য আটকাতে এবার উঠেপড়ে লেগেছে ইন্টার। লিগে বেশ ভালো খেলছে দলটি। মাঝপথে এসে শীর্ষে আছে তারাই। এবার দলের শক্তি আরও বাড়ানোর চেষ্টা করছে দলটি। ৩২ বছর বয়সী ভিদালকে পেতে তাই পেতে চাইছে ইন্টার। এজেন্ট ফেলিচেভিচের সঙ্গে গত গ্রীষ্মেই আলোচনা অনেক এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনাতেই থেকে যান ভিদাল। এবার জানুয়ারির শীতকালীন দলবদলে ফের তাকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি। মূলত ভিদালকে পেতে মুখিয়ে আছেন ইন্টারের নতুন কোচ আন্তোনিও কন্তে।

অন্যদিকে দারুণ ছন্দে থাকলেও বার্সেলোনায় ম্যাচ খেলার খুব একটা সুযোগ মিলছে না ৩২ বছর বয়সী ভিদালের। যা পাচ্ছেন তাও বদলী খেলোয়াড় হিসেবে। মৌসুমের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও মাত্র ৯টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন। তাই ক্লাবের প্রতি কিছুটা অসন্তুষ্ট ভিদাল। আর তার সুযোগটা এবার নিতে চাইছে ইন্টার।

তবে ভিদাল চাইলেও তাকে ছাড়তে রাজি নয় বার্সেলোনা। অন্তত এ এই জানুয়ারিতে তাকে ছাড়ার কোন পরিকল্পনা নেই ক্লাবটির। ভিন্ন আরেকটি সংবাদে এমনটাই জানিয়েছে ক্যালসিওমার্কাতো। কারণ দলের মাঝমাথের অন্যতম ভরসা আর্থুর মেলো ইনজুরিতে। কার্লোস অ্যালেনাকে ধারে ছাড়ছে দলটি। তাই ভিদাল চলে গেলে কিছুটা হলেও ঝামেলায় পড়তে পারে তারা। চিলির এ তারকার সঙ্গে তাদের চুক্তি রয়েছে ২০২১ সালের জুন মাস পর্যন্ত।

Comments