ভাবনার জগতে তালগোল পাকিয়ে সাব্বিরের এই হাল!

আগ্রাসী ব্যাটিংয়ের কারণে ক্যারিয়ারের শুরু থেকেই সাব্বির রহমানের নামের আগে লেগে আছে বিশেষ তকমা। তেড়েফুঁড়ে মারতে পারেন, এজন্য টি-টোয়েন্টিতে তার বেশ কদর। কিন্তু এসব যেন কোনো রূপকথা! এবার বঙ্গবন্ধু বিপিএলে সাব্বিরের ব্যাটিংয়ে ধারাবাহিকতা তো নেই-ই, বরং ব্যাট করতে নামলেই খুলে বসছেন ডট বলের পসরা।
Sabbir Rahman
ছবি: ফিরোজ আহমেদ

আগ্রাসী ব্যাটিংয়ের কারণে ক্যারিয়ারের শুরু থেকেই সাব্বির রহমানের নামের আগে লেগে আছে বিশেষ তকমা। তেড়েফুঁড়ে মারতে পারেন, এজন্য টি-টোয়েন্টিতে তার বেশ কদর। কিন্তু এসব যেন কোনো রূপকথা! এবার বঙ্গবন্ধু বিপিএলে সাব্বিরের ব্যাটিংয়ে ধারাবাহিকতা তো নেই-ই, বরং ব্যাট করতে নামলেই খুলে বসছেন ডট বলের পসরা।

কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে নয় ম্যাচ খেলে কোনো ফিফটি নেই। সাব্বির মাত্র ১৫.৭৭ গড়ে এখন পর্যন্ত রান করেছেন মোটে ১৪২। টি-টোয়েন্টির সঙ্গে একেবারেই বেমানান তার স্ট্রাইক রেট, মাত্র ১০০!

দলের গুরুত্বপূর্ণ স্থানীয় ক্রিকেটারের কেন এই হাল। কুমিল্লার কোচ ওটিস গিবসনও কোনো কূল-কিনারা করতে পারছেন না। তার মনে হয়েছে, হয়তো চিন্তা-ভাবনায় জট পাকিয়ে সাব্বির ঘুরছেন ব্যর্থতার চক্রে, ‘জানি না, আমি (সাব্বির কেন পারছে না)। অনুশীলন তো খুব ভালোই করে। কিন্তু মাঠে নামার পর…(কী যেন হয়)। আমার মনে হয়, তার কখনও কখনও তার ভাবনা-চিন্তার জায়গা পরিষ্কার থাকে না। কখনও কখনও যথেষ্ট গভীরভাবে ভাবতে পারে না। যে শট সে খেলতে পারে, সেটা খেলার জন্য নিজেকে পর্যাপ্ত সময় সে অনেক সময় দেয় না।’

ক্রিজে গিয়ে শুরুতেই জড়সড় হয়ে যাচ্ছেন, খেলছেন একের পর এক ডট বল। এক-দুইটা বাউন্ডারি পেলেও আবার ডট বলে খেলে খেলে চাপ বাড়িয়ে ফেলছেন। টুর্নামেন্ট জুড়েই সাব্বিরের ব্যাটিং তার সামর্থ্যের আসল পরিচয় নয় বলে মনে করছেন গিবসন, ‘আমাদের জন্য অবশ্যই হতাশার। তবে আমি নিশ্চিত, সে নিজেও হতাশ। সে জাতীয় ক্রিকেটার। সে জানে, এই টুর্নামেন্টে যেমন করেছে, এর চেয়ে ভালো করার সামর্থ্য তার আছে।’

গড়পড়তা ক্রিকেটারদের নিয়ে দল বানানো কুমিল্লার জন্য সাব্বিরের পারফর্ম করা বেশ জরুরি। বিপিএলের প্লে-অফে যেতে বাকি তিন ম্যাচই জিততে হবে কুমিল্লাকে।

Comments

The Daily Star  | English

Celebrity politicians: A diverse history

Political parties who have committed to participating in the upcoming 12th parliamentary election are preparing in full swing. The Awami League and Jatiya Party have announced their list of nominees, and interestingly, it includes a handful of celebrities

2h ago