সিরি আ’তে রোনালদোর প্রথম হ্যাটট্রিক

রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০১৮ সালের জুলাইতে জুভেন্টাসে যোগ দেওয়ার পর ইতালিয়ান লিগে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
ronaldo
ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০১৮ সালের জুলাইতে জুভেন্টাসে যোগ দেওয়ার পর ইতালিয়ান লিগে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

সোমবার রাতে ইতালিয়ান সিরি আ’তে ৩৪ বছর বয়সী পর্তুগিজ তারকা রোনালদোর হ্যাটট্রিকে ক্যালিয়ারিকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জুভরা। অন্য গোলটি করেন বদলি স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন।

জুভেন্টাসের জার্সিতে এটি রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড গেল মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন।

ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে সবগুলো গোল রোনালদো করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৪৯তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে বল পেয়ে দারুণ দক্ষতায় জালে জড়ান তিনি।

৬৭তম মিনিটে পাওলো দিবালা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট-কিকে ঠাণ্ডা মাথায় ক্যালিয়ারি গোলরক্ষককে পরাস্ত করেন রোনালদো।

৮১তম মিনিটে হিগুয়াইন স্কোরলাইন ৩-০ করার পরের মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। দগলাস কস্তার পাস পেয়ে ডি-বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন তিনি। ক্লাব ও জাতীয় দলের জার্সি মিলিয়ে এটি রোনালদোর ৫৬তম হ্যাটট্রিক।

হ্যাটট্রিক করে দারুণ একটি অর্জনেও ভাগ বসিয়েছেন রোনালদো। চিলির অ্যালেক্সিস সানচেজের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এ শতাব্দীতে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আ’তে হ্যাটট্রিক করলেন তিনি।

এবারের সিরি আ’তে টানা পাঁচ ম্যাচে গোল পেলেন রোনালদো। চলমান লিগে তার গোল সংখ্যা বেড়ে হলো ১৩টি। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হলো ১৫টি।

ক্যালিয়ারিকে হারিয়ে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছেন রোনালদোরা। রাতের আরেক ম্যাচে নাপোলিকে ৩-১ গোল হারানো ইন্টার মিলান সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে রয়েছে শীর্ষে।

Comments