১৭৬ আরোহী নিয়ে ইউক্রেনের উড়োজাহাজ তেহরানে বিধ্বস্ত
তেহরানে ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ইউক্রেন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।
আজ (৮ জানুয়ারি) ইরানের স্থানীয় সময় সকালে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় এতে ১৭৬ জন যাত্রী ও ক্রু ছিলেন বলে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
খবরে বলা হয়, প্রযুক্তিগত সমস্যার কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের সিভিল এভিয়েশনের মুখপাত্র রেজা জাফারজাহেদ জানিয়েছেন, কারণ অনুসন্ধানে তেহরানের যে স্থানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে সেখানে একটি পরিদর্শক দল পৌঁছেছে।
জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে মার্কিন সেনাদের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই বিমান বিধ্বস্তের খবর পাওয়া যায়।
Comments