দাঁত দেখে যায় চেনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আজ বুধবার (৮ জানুয়ারি) একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। অভিযুক্ত মজনুকে আটক করতে তার সামনের পাটির দুটি দাঁত না থাকায় তাকে সনাক্ত করা সহজ হয়েছে বলে জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে।
১২ বছর আগে একটি চলন্ত ট্রেন থেকে পড়ে মজনুর দুটি দাঁত পড়ে যায়।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীটির আইন ও মিডিয়া শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, মজনুকে গ্রেপ্তারে প্রধান সূত্র হিসেবে কাজ করে এটি।
তিনি জানান, কোনো সিসিটিভি ফুটেজ কিংবা কোনো ভিডিও না থাকায় অভিযুক্তকে ধরতে ধর্ষণের শিকার শিক্ষার্থীর বর্ণনার ওপর ভরসা রাখতে হয়েছে। আর সেভাবেই আটক করা হয় মজনুকে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ধর্ষণের পর অভিযুক্ত মজনু ওই শিক্ষার্থীর ব্যাগ, মোবাইল ফোন এবং ফোনের পাওয়ার ব্যাংক নিয়ে পালিয়ে নরসিংদী চলে যান।
গতকাল (৭ জানুয়ারি) মজনু রাজধানীর বনানীতে ফিরে আসেন বলে জানান সারওয়ার।
র্যাব জানায়, আবারো নরসিংদীতে ফিরে যাওয়ার আগে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর মোবাইল ফোন কুর্মিটোলায় অরুণা নামে একজনকে বিক্রি করে দেন মজনু। পরে অরুণা সেই ফোন খায়রুল নামে একজনের কাছে বিক্রি করেন।
র্যাব প্রথমে খায়রুলকে আটক করে। এরপরই তাদের তথ্যে অরুণা ও পরে ধর্ষণে অভিযুক্ত মজনুকে আটক করা হয়।
আরও পড়ুন:
মজনু একজন সিরিয়াল রেপিস্ট: র্যাব
ধর্ষক গ্রেপ্তার, শনাক্ত করেছেন ঢাবি শিক্ষার্থী: র্যাব
ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবিতে বিক্ষোভ-সমাবেশ
বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: নুর
কুর্মিটোলা থেকে যেসব আলামত জব্দ করেছে পুলিশ
শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন ৮ জানুয়ারি
অবরোধ প্রত্যাহার, ধর্ষককে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা, চিকিৎসায় মেডিকেল বোর্ড
Comments